কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আর্থিক বঞ্চনা দীর্ঘদিনের। সেই ইস্যুতে বারেবারে সোচ্চার হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলকে। এবার সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস। বুধবার কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস।
সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এদিন বিড়লা তারামণ্ডলের সামনে থেকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সহ মহিলা কর্মী সমর্থকরা। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনার বকেয়া টাকা দেওয়ার দাবি জানায় তারা। মহিলা মোর্চার পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা অভিযোগ করে বলেন, ”কেন্দ্রের বঞ্চনার ফলে অঙ্গনওয়াডি থেকে আশা কর্মী সকলেই বঞ্চিত হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার মানুষের চাহিদা থেকে নজর ঘোরাতে ধর্মের রাজনীতি করতে ব্যস্ত।”