প্রাণ প্রতিষ্ঠার আগে ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে রাম মন্দিরে, প্রস্তুতিও শেষ পর্যায়ে

অযোধ্যা, ১৭ জানুয়ারি (হি.স.): অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বের ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে নিষ্ঠার সঙ্গে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে আচার-অনুষ্ঠান, চলবে আগামী ২১ তারিখ পর্যন্ত। ২২ শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দুপুর ১২.২০ মিনিট নাগাদ আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হবে। এর আগে মঙ্গলবার অযোধ্যার রামঘাট মহল্লার বিবেক সৃষ্টি আশ্রমে অনুষ্ঠিত হয় প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো। মূর্তি নির্মাণের সময় ছেনি, হাতুড়ি অথবা অন্য সরঞ্জামের ব্যবহারের ফলে শ্রীরামের যন্ত্রণার অনুশোচনা উপলব্ধি করতেএই রীতিটি পালন করা হয়। ভগবান রামের মূর্তির কাছে ক্ষমা চাওয়া হয় এই অনুষ্ঠানে। আর বুধবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য এবং নির্মোহী আখড়ার মহন্ত দিনেন্দ্র দাস ও পুরোহিত সুনীল দাস রাম মন্দিরেরর ‘গর্ভগৃহে’ ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করেন। আবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য ও ‘যজমান’ অনিল মিশ্র রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে সরযূ ঘাটে পূজার্চনা করেন। পুরোহিত সুনীল দাস বলেছেন, “অযোধ্যার রাম মন্দির হবে সর্বজনীন শান্তির কেন্দ্র।”

এদিকে, রাম মন্দিরের শেষ মুহূর্তের কাজও একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই কাজের অগ্রগতি পর্যালোচনা করতে অযোধ্যার করসেবকপুরম পরিদর্শন করেন। এদিনই ৯ জন মহিলার একটি দল ধর্মীয় আচারের জন্য সরযূ নদী থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত ‘কলশ জল যাত্রা’ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *