সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও ৩, এখনও পর্যন্ত ধৃত ৭

উত্তর ২৪ পরগণা, ১৬ জানুয়ারি (হি.স.): সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও তিন জন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসারদের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের।

মঙ্গলবার কাকভোরে উত্তর ২৪ পরগনার কানমারি এবং সরবেড়িয়া এলাকায় তল্লাশি চালিয়ে সেদিনের হামলায় জড়িত থাকার অভিযোগে আনারুল মোল্লা, আজিজুল শেখ এবং হাজিনুর শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জন গ্রেফতার হয়েছেন।

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা। মাথা ফেটেছিল তিনজন আধিকারিকদের। বাধা দিতে গিয়ে হামলাকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ওই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে।