ইম্ফল, ১৫ জানুয়ারি (হি.স.): সোমবার দ্বিতীয় দিনে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। সোমবার সকালে পশ্চিম ইম্ফলের সেকমাই গ্রাম থেকে সকাল সকাল যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ। ঘন কুয়াশার মধ্যেই শুরু হয় রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই যাত্রায় ৬৭ দিন ধরে ১৪টি রাজ্যে যাবেন রাহুল। পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট হয়ে মহারাষ্ট্রে গিয়ে থামবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। দু’দফায়, পাঁচদিন ধরে, বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা যাবে।
সোমবার রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিন। ইতিমধ্যেই মণিপুরের সেকমাই গ্রাম থেকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছেন রাহুল। মাঝেমধ্যেই বাস থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে চলে যেতে দেখা গিয়েছে রাহুলকে। গতকাল হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়- ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেন রাহুল।

