প্রয়াত প্রখ্যাত কবি মুনাওয়ার রানা; বয়স হয়েছিল ৭১, শোকপ্রকাশ ব্রজেশ পাঠকের

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রবিবার রাতে লখনউয়ে তাঁর মৃত্যু হয়। সেখানে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই গলার ক্যান্সারে ভুগছিলেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা।

প্রয়াত কবির মেয়ে সুমাইয়া রানা জানান, তাঁর বাবা হাসপাতালেই রবিবার রাতে মারা গিয়েছেন। শিল্পীর ছেলে তাবরেজ রানা বলেন, ‘অসুস্থতার কারণে গত ১৪-১৫ দিন ধরে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার রাত ১১টা নাগাদ প্রয়াত হন তিনি।” সোমবার ভোররাতে কবির মরদেহ তাঁর লখনউয়ের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়।

প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেছেন, “উর্দু কবি মুনাওয়ার রানার মৃত্যুতে আমরা এবং সাহিত্য জগৎ শোকাহত। ঈশ্বর তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি প্রদান করুক।”