নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): ইন্ডিগোর বিমানে ঘটে গেল বেনজির ঘটনা! পাইলটকে সপাটে ঘুষি মারলেন যাত্রী। দিল্লি পুলিশ জানিয়েছে, পাইলট যখন ঘোষণা করছিলেন, সেই সময় একজন যাত্রী বিমানের ভিতরে ইন্ডিগো ক্যাপ্টেনকে প্রহার করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, “আমরা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব।” ওই যাত্রীর বিরুদ্ধে ইন্ডিগোও মামলা দায়ের করেছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসিপি বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি, যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, বিমান দেরি হওয়ার ঘোষণা শুনে মেজাজ হারান ওই যাত্রী। সোজা উঠে যান পাইলটের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে ব্যাপক গোলমাল হয়। ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যায়, বিমানের ভিতর যাত্রীদের সামনে মাইক হাতে কিছু ঘোষণা করছিলেন পাইলট। তাঁর পাশে দু’জন বিমানসেবিকাও ছিলেন। আচমকা পিছন দিক থেকে পাইলটের দিকে তেড়ে যান এক যাত্রী। তিনি পাইলটকে ঘুষি মারেন।

