ইমফল, ১৪ জানুয়ারি (হি.স.) : এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবর্গকে সঙ্গে নিয়ে ইমফল বিমানবন্দরে অবতরণ করেছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিমানবন্দরে অবতরণ করার পর মণিপুর প্রদেশ কংগ্রেসের নেতারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এখান থেকে সড়কপথে রওয়ানা হয়েছেন থউবাল জেলার অন্তর্গত খংজামের উদ্দেশ্যে। খংজাম ময়দান থেকে এক জনসভার মাধ্যমে রাহুল শুরু করবেন তাঁর প্রস্তাবিত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র
ঘন কুয়াশার দরুন দিল্লি বিমানবন্দর থেকে রাহুল গান্ধীদের বিশেষ ইন্ডিগো উড়ান প্রায় চার ঘণ্টা বিলম্বে যাত্রা করে। তাঁর সঙ্গে এসেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী যথাক্রমে সিদ্ধারামাইয়া ও ডিকে শিবকুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, অভিষেক মনু সিংভি, দিগবিজয় সিং, সলমান খুরশিদ প্রমুখ এক ঝাঁক কেন্দ্রীয় নেতা।
মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বিধায়ক কে মেঘচন্দ্র জানান, কথা ছিল আজ রবিবার সকাল ১১টায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা করবেন রাহুল গান্ধী। কিন্তু তাঁর বিলম্বে পৌঁছায় সমাবেশ এবং যাত্রার সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে, জানান তিনি।