ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৩৭৫, মৃত্যু হয়েছে ২ জনের


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কমল ভারতে, নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। শনিবার সারাদিনে ভারতে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৩,০৭৫ -তে পৌঁছেছে এবং ২ জন বেড়ে মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,৩৩,৪১৪। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৮৫,২৬৯ জন করোনা-রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *