BRAKING NEWS

ন্যায্য মূল্যের দোকানে মিলছে না সামগ্রী, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের

আগরতলা, ১৩ জানুয়ারি:সঠিক সময়ে রেশন না পেয়ে প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করল। অবশেষে এসডিএম এর হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়েছে রাস্তা।

যেকোনো দাবি আদায়ের ক্ষেত্রে রাস্তা অবরোধ করা এখন রোজ নামচায় পরিণত হয়ে গেছে। সরকারি আধিকারিকদের বাধ্য না করলে ন্যায্য পাওনা পাওয়া যাচ্ছে না বলে গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এরই ফলস্বরূপ শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মঙ্গলখালীতে রাস্তা অবরোধ করে রাখে ক্ষুব্ধ গ্রামবাসীরা।

জানা যায় মঙ্গলখালীতে পল্লীমঙ্গল প্যাক্সের আওতাধীন একটি ন্যায্য মূল্যের দোকান রয়েছে। এই দোকানের কার্ড হোল্ডার ৯০০ জন। কিন্তু শেষ ৪ -৫ মাস ধরে গ্রাহকরা সঠিক চাল বা অন্যান্য সামগ্রী রেশন দোকান থেকে পাচ্ছেন না।

তাদের অভিযোগ প্রতিমাসের শেষের দিকে একবার ন্যায্য মূল্যের দোকানে দ্রব্য সামগ্রী তুলে সবার ফিঙ্গারপ্রিন্ট রেখে একদিন বা দুইদিন গিয়ে আর কিছু দেওয়া হয় না। রেশন ডিলারের দায়িত্বে রয়েছেন বারিন্দ্রনাথ, পিতা চরণ নাথ। বাবা চরণ নাথ শাসকদলীয় নেতৃস্থানীয় হওয়ায় যা ইচ্ছে তাই করে চলেছে ছেলে বারেন্দ্রনাথ। এমনই অভিযোগ পরিবারের সদস্যদের।

গ্রামবাসীরা প্যাক্সের ম্যানেজার নির্মল কান্তি দের কাছে ন্যায্যমূল্যের দোকান নিয়ে অভিযোগ জানালে কোন সঠিক উত্তর না পাওয়ায় অবশেষে রাস্তা অবরোধে নামে গ্রামবাসীরা।

শনিবার দুপুর বারোটা পর্যন্ত এই রাস্তা অবরোধ চলে। খবর পেয়ে এলাকায় ছুটে যান ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট সাম জয় জমাতিয়া, ডিসিএম সঞ্জয় আচার্য এবং ফুড ইন্সপেক্টর সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সেখানে গ্রামবাসীদের সাথে আধিকারিকদের কথাবার্তার পর গ্রামবাসীরা আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করে।

আধিকারিকরা জানিয়েছেন, যে এখন থেকে প্রতিমাসে ন্যায্যমূল্যের দোকানে গ্রাহকরা সঠিক সময়ের সরকারি দ্রব্য সামগ্রী পাচ্ছে কিনা তা নিয়ে পর্যবেক্ষণ করা হবে। এই আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ মুক্ত হয় রাস্তা। স্বাভাবিক হয় যান চলাচল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *