প্রীতি ক্রিকেটে জয়ী আগরতলা প্রেসক্লাব দারুন অভিষেক ইকফাই ইউনিভার্সিটির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। প্রীতি ক্রিকেটে অভিষেক ঘটেছে ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা টিম ফ্যাকাল্টির। ‌প্রথম ম্যাচেই দারুন খেলেছে শহর উত্তরের কামালঘাটস্থিত ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা ফ্যাকাল্টি মেম্বাররা। নিয়মিত প্রীতি ক্রিকেটে লেগে থাকা সাংবাদিক ক্রিকেটারদের টিম আগরতলা প্রেসক্লাব আজ, শনিবার ৯ উইকেটের ব্যবধানে ইকফাই ইউনিভার্সিটি টিম ফ্যাকাল্টিকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে।পেশাগত প্রচন্ড কর্মব্যস্ততার মাঝে খেলার পরিবেশে সমৃদ্ধ ইফ আই ইউনিভার্সিটি ত্রিপুরা গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে প্রেসক্লাবের ক্রিকেট টিম দারুন খেলেছে। প্রীতি ক্রিকেটে যদিও জয় পরাজয় নিছক কাগজে-কলমে। প্রকৃতপক্ষে বিনোদনমূলক একদিনের শরীরচর্চা এবং সম্প্রীতির বাতাবরণে মতবিনিময় এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। টসে জিতে টিম প্রেসক্লাবের অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইকফাই ইউনিভার্সিটি টিম ফ্যাকাল্টিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তাঁরা সীমিত ওভারে ৮৮ রানের টার্গেট ছুঁড়ে দেয়। দলের পক্ষে বিশ্বজিৎ চক্রবর্তীর ২৯ রান উল্লেখযোগ্য। প্রেসক্লাবের পক্ষে বিশ্বজিৎ দেবনাথ চারটি, সিশান চক্রবর্তী তিনটি, জাকির হোসেন একটি উইকেট পেয়েছে। জবাবে প্রেসক্লাব ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুব্রত দেবনাথের অপরাজিত ৫৩ রান, মেঘধন দেব-এর ২২ রান, ভাস্করজ্যোতি দত্ত-এর অপরাজিত ৫ যথেষ্ট উল্লেখযোগ্য। ‌ড. সুজিত দেব-এর নেতৃত্বে ইকফাই ইউনিভার্সিটি টিম দুর্দান্ত খেললেও প্রেসক্লাবের পুরো টিম বিশেষ করে অভিষেক দে, সুমন ঘোষ, মিল্টন ধর, কৃষানু দেববর্মা, অভিষেক দেববর্মা, অঞ্জন দে-র সম্মিলিত পারফরম্যান্সের কাছে ইকফাই ইউনিভার্সিটি টিমকে হার মানতে হয়েছে। খেলা শুরুতে এক বিশেষ অনুষ্ঠানে ইকফাই ইউনিভার্সিটির ড. সুভাশিষ চ্যাটার্জী, ড. প্রিয়াংশু বড় ঠাকুর, ড. সুজিত দেবকে প্রেসক্লাবের যুগ্ম সচিব অভিষেক দে সংবর্ধনা জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে ও সিনিয়র সদস্য সুপ্রভাত দেবনাথ দু-দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং প্রতিবছর দু-দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *