অসুস্থ নিশিথ দাসকে আইজিএম হাসপাতালে দেখতে গেলেন প্রতিমা ভৌমিক  

আগরতলা, ১২ জানুয়ারি: প্রাক্তন কাউন্সিলার তথা বিশিষ্ট বামপন্থী নেতা অসুস্থ নিশিথ দাসকে শুক্রবার  আইজিএম হাসপাতালে দেখতে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি প্রতিমা ভৌমিক বলেন, গত কিছুদিন ধরে প্রাক্তন কাউন্সিলার তথা বিশিষ্ট  বামপন্থী নেতা নিশিথ দাস খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। নিশিথ দাসের কেউ নেই। ওই খবর শুনে আজ তিনি আইজিএম হাসপাতালে গিয়েছেন।

তাঁর কথায়, নিশিথ দাসের চিকিৎসার খরচে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যের নিপীড়ত ব্যক্তি বা যাদের পাশে দাঁড়ানো জন্য কেউ নেই তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার।