ছিনতাইকাণ্ডের তিনজন অভিযুক্ত পুলিশের জালে

আগরতলা,১০ জানুয়ারি : নায্যমূলের দোকান এবং বাড়ি থেকে টাকা এবং গ্যাস সিলিন্ডার ছিনতাইকাণ্ডের ঘটনায় তিনজন অভিযুক্তকে আটক করে এনসিসি থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কুঞ্জবনস্থিত দীপক সাহার নায্যমূলের দোকান থেকে আড়াই লক্ষ টাকা চুরি করার লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল। সাথে তার বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল বলে ও অভিযোগ। লিখিত অভিযোগের মূলে সাথে সাথে তদন্তে নামে পুলিশ। পুলিশি তদন্তে প্রথমে তিন জনকে গ্রেফতার করা থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, চুরি করা টাকা তাঁরা বিভিন্ন জায়গায় ভাগ করেছেন বলে স্বীকার করেছেন। পুলিশ ওই ঘটেনি তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।