ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদয়পুরের ফলোয়ার্স ক্লাবে মনোমোহন ও কমলা দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে। পশ্চিম জেলার বাইরে প্রথমবারের মতো এই আয়োজন ঘিরে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছিল। ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস স্মৃতি আসরের পাশাপাশি এবারই প্রথম হচ্ছে কমলা দাস স্মৃতি মহিলাদের ভলিবল প্রতিযোগিতা। দুটি আসরেই প্রাইজমানির পাশাপাশি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। পুরুষ বিভাগে প্রাইজমানি থাকবে ৩১ ও ২১ হাজার টাকা এবং মহিলা বিভাগে হবে ১২ ও ৭ হাজার টাকা প্রাইজমানি। উদ্যোক্তা ফ্লাওয়ার্স ক্লাবের কর্মকর্তাদের নিরলস প্রয়াসে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান হয়েছে যথেষ্ট জমকালো। উল্লেখ্য, প্রাইজমানির পাশাপাশি পুরুষ এবং মহিলা বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় পাবে যথাক্রমে ৩ এবং ২ হাজার টাকা। প্রায় সাড়ে ৩ লাখ টাকা বাজেটে হচ্ছে এবারের আসর। আসরের উদ্বোধন করেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায়। এছাড়া, বিশেষ অতিথি জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, সম্মানিত অতিথি উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, সিনিয়র জয়পাল কান্তি সাহা, দুষ্ট সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবী ভবতোষ দাস প্রমূখ উপস্থিত ছিলেন । পৌরহিত্য করেছেন টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট প্রাণ গোবিন্দ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে আজ বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। তিন দিন ব্যাপী দিবারাত্রির এ প্রতিযোগিতার খেলা গুলো শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
2024-01-10