জনগণের আস্থা অর্জন করা কংগ্রেসের জন্য প্রয়োজন : খাড়গে

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : জনগণের আস্থা অর্জন করা কংগ্রেসের জন্য প্রয়োজন, বুধবার এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন বলেন, কংগ্রেস দলের উচিত জনগণের মধ্যে থাকা, তাদের সমস্যাগুলোর সমাধানের রাস্তা খুঁজে বের করা এবং তাদের আস্থা অর্জন করা। বুধবার কংগ্রেসের সদর দফতরে একথা বলেন খাড়গে।

কংগ্রেসের সদর দফতরে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বিভিন্ন বিভাগ এবং ফ্রন্ট সংগঠনগুলির সঙ্গে বুধবার একটি আলোচনায় বসেছিলেন খাড়গে। তিনি আরও বলেন, আমরা যদি জণগনের মধ্যেই না থাকি তাহলে তাদের আস্থা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে কংগ্রেসকে জনগণের মধ্যে থাকতে হবে। খাড়গে বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার পরে এবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় যেতে চলেছেন। এই যাত্রা হবে ঐতিহাসিক। রাহুল গান্ধী ক্রমাগত দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমাদের একসঙ্গে জনসাধারণের সমস্যার সমাধান করতে হবে। তিনি আরও বলেন, কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে আমরা ২০০৪ এবং ২০০৯ সালে পরপর দুবার বিজেপিকে হারিয়েছি।