আগরতলা,৯ জানুয়ারি: মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। কমলপুর নোয়াগাঁওপঞ্চায়েত এলাকায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
জনৈক এক ব্যক্তি জানিয়েছেন, আজ সকালে কমলপুর নোয়াগাঁওপঞ্চায়েত এলাকায় পার্থ সেনের জায়গায় সমীরণ গোয়ালা নামে এক শ্রমিক প্রতিদিনের মতো মাটি কাটার জন্য এসেছিলেন। হঠাৎ করে মাটির ধস পড়ে। স্থানীয় মানুষ মাটির নিচ থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
তিনি আরও জানিয়েছেন, নোয়াগাঁওপঞ্চায়েতর ১নং ওয়ার্ড পুটিয়াছড়ার বাসিন্দা সমীরণ গোয়ালা(৩৫)। তার পিতার নাম রেন্টু গোয়ালা।