ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। প্রস্তুতি চূড়ান্ত। শেষ তুলির টান টুকুও হয়ে গেছে। এবারই প্রথম। পশ্চিম জেলার বাইরে হচ্ছে প্রাইজমানি মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা। ৬ষ্ঠ বর্ষ ওই আসর হবে উদয়পুর মহকুমার ফ্লাওয়ার্স ক্লাবে। আগামীকাল থেকে শুরু হবে আসর। ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস স্মৃতি আসরের পাশাপাশি এবারও প্রথম হবে কমলা দাস স্মৃতি মহিলাদের ভলিবল প্রতিযোগিতা। দুটি আসরেই প্রাইজমানির পাশাপাশি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। পুরুষ বিভাগে প্রাইজামনি থাকবে ৩১ ও ২১ হাজার টাকা এবং মহিলা বিভাগে হবে ১২ ও ৭ হাজার টাকা প্রাইজমানি। আসরকে জমকালো করার উদ্যোগ নিয়েছে ফ্লাওয়ার্স ক্লাবের কর্তারা। আসর হবে দিবারাত্রি। প্রাইজমানির পাশাপাশি পুরুষ এবং মহিলা বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় পাবে যথাক্রমে ৩ এবং ২ হাজার টাকা। প্রায় সাড়ে ৩ লাখ টাকা বাজেটে হবে এবারের আসর। ফ্লাওয়ার্স ক্লাবের সচিব কমলজিৎ সাহা বলেন, “আমাদের লক্ষ্য এবারের আসকে স্মরণীয় করে রাখার। তা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে”। আসরের উদ্বোধন করবেন রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায়। এছাড়া, বিশেষ অতিথি জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, সম্মানিত অতিথি উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, সিনিয়র জয়পাল কান্তি সাহা, দুষ্ট সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবী ভবতোষ দাস প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট প্রাণ গোবিন্দ দাস।
2024-01-09