আগামীকাল আইআইএমসি-র ৫৫-তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)-এর ৫৫-তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামীকাল ১০ জানুয়ারি আইআইএমসি-র ৫৫-তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আইআইএমসির চেয়ারম্যান আর জগন্নাথন এবং মহানির্দেশক ডঃ অনুপমা ভাটনাগরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বুধবার সকাল ১০টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হবে। এই অনুষ্ঠানে আইআইএমসি নতুন দিল্লি এবং এর পাঁচটি আঞ্চলিক কেন্দ্র ঢেঙ্কনাল, আইজল, অমরাবতী, কোট্টায়াম এবং জম্মুর সদস্যরাও অংশগ্রহণ করবেন। সমাবর্তন অনুষ্ঠানে আইআইএমসি দিল্লি এবং এর সমস্ত কেন্দ্রের স্নাতকোত্তর ডিপ্লোমাপ্রাপ্তদের শংসাপত্র প্রদান করা হবে। ২০২১-২২ এবং ২০২২-২৩ ব্যাচের শিক্ষার্থীদের এই শংসাপত্র প্রদান করা হবে। এছাড়া উভয় ব্যাচের ৬৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে।