পাটন সদনে প্রয়াত নন্দ কুমার বাঘেলকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী সাই

রায়পুর, ৯ জানুয়ারি (হি.স.) : প্রয়াত নন্দকুমার বাঘেলের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি মঙ্গলবার পাটন সদনে পৌঁছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের পিতা প্রয়াত নন্দকুমার বাঘেলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী সাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেল এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে এদিন দেখা করেন। সেইসঙ্গে তাঁর সমবেদনাও প্রকাশ করেন। সাই, বাঘেলের পরিবারের সদস্যদের এই অপরিমেয় শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। মঙ্গলবার শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ ডঃ রমন সিং, উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও, বিধায়ক কিরণ সিংদেব। তাঁরা সকলেই প্রয়াত নন্দকুমার বাঘেলকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের পিতা নন্দ কুমার বাঘেলের ২০২৪ সালের 8 জানুয়ারি প্রয়াণ ঘটে। গত ৩ মাস ধরে রাজধানী রায়পুরের শ্রীবালাজি হাসপাতালে ভর্তি ছিলেন নন্দ কুমার বাঘেল।