আগরতলা, ৮ জানুয়ারি : রাজ্য আরক্ষা দপ্তরে বর্তমানে ৬৮৯১টি শূন্য পদ রয়েছে। এয়োদশ বিধানসভায় শীতকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক নারায়ণ সরকারের উত্থাপিত প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর কথায়, শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক পদ্ধতি। আরক্ষা দপ্তরেও শূন্য পদ পূরণে প্রক্রিয়া জারি আছে। সাথে তিনি যোগ করেন, কবে নাগাদ ওই শূন্যপদ পূরণ হবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।
আরক্ষা দফতরে শূন্যপদ নিয়ে বিধানসভায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএম বিধায়ক নারায়ণ সরকার অতিরিক্ত প্রশ্নে তুলে দাবি করেন, রাজ্যের নিরাপত্তা আরক্ষা দফতরের হাতে ন্যস্ত রয়েছে। রাজ্যে দুইটি আইআর ব্যাটেলিয়ানের অনুমোদন মিলেছে। তাতে নিয়োগ সম্ভব হচ্ছে না। কিন্তু, অন্যান্য শূন্যপদে নিয়োগে সমস্যা থাকার কথা নয়। তাই তিনি শূন্যপদ পূরণে নির্দিষ্ট তারিখ জানানোর দাবি পেশ করেন।
সাথে কংগ্রেস বিধায়ক গোপাল রায় প্রশ্ন তুলেন, শূন্যপদ এক বছরের বেশি সময় রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে ১ বছরের মধ্যে ওই সমস্ত শূন্যপদ পূরণ আদৌ সম্ভব হবে কি? জবাবে মন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন, প্রক্রিয়া জারি রয়েছে।