নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য সোমবার মনোনয়ন জমা দিলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। এদিন সকালে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে সিভিল লাইনে একটি পুলিশ ভ্যানে এসে পৌঁছন সঞ্জয় সিং। পরে সিভিল লাইনে মনোনয়ন জমা দেন তিনি।
সঞ্জয় সিং মনোনয়ন পত্র পেশ করায় খুশি ব্যক্ত করেছেন তাঁর স্ত্রী অনিতা সিং। অনিতা বলেছেন, “দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে তিনি উৎসাহী হয়ে ওঠেন, বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন এবং সংসদে ফিরে যাবেন।”
উল্লেখ্য, আবগারি নীতি কেলেঙ্কারিতে এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন সঞ্জয় সিং।