রাম মন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে পায়ে হেঁটে সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিলেন মাধাই দত্ত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জানুয়ারি : রাম মন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে পায়ে হেঁটে সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিলেন এক ব্যাক্তি।

আগামী ২২ শে জানুয়ারী অযোধ্যায় রামমন্দিরের শুভ উদ্ভোধন করা হবে।  রামমন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে সারা দেশ ব্যাপী প্রস্তুতি তুঙ্গে। ওই দিনকে স্মরনীয় করে রাখতে দেশের বিভিন্ন জায়গায় গৃহীত হচ্ছে নানান কর্মসূচি।

 নিজের মত করে এই বিশেষ দিনকে উদযাপন করছেন উদয়পুর বেলতলীর বাসিন্দা মাধাই দত্ত। তিনি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে পেয়ে হেঁটে রাজ্যের এক কোণ থেকে অন্য কোনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার মাধাই দত্তকে শান্তির বাজার মহকুমার মনপাথর বাজারে দেখা গেছে।  মাধাই দত্তের নিকট উনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আগামী ২২ শে জানুয়ারী রাম মন্দির উদ্ভাধন হবে। তাই তিনি সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত হাতে নিয়েছেন।  তিনি জানান সাব্রুম থানা থেকে উনার পদযাত্রা শুরু করেছেন। আজকে এই পদযাত্রা মনপাথর বাজার পর্যন্ত পৌঁছেছে।  জয় সীয়ারাম, জয় জওয়ান জয় কিষান শ্লোগানকে সামনে রেখে উনার এই পদযাত্রা বলেও জানিয়েছেন তিনি।  এই পদযাত্রাকে কেন্দ্র করে মাধাই দত্তের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *