মধ্যপ্রদেশের রাজগড়ে গাড়ির ধাক্কায় মৃত বাইক আরোহী

রাজগড়, ৮ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় একটি সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। রাজগড়ের জাতীয় সড়ক-৪৬-এর নরসিংহগড় থানা এলাকার আন্দালহেড়া জয়েন্ট গ্রামের কাছে একটি দ্রুতগামী গাড়ি বাইকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের নাম নন্দকিশোর (৩৫)।

সোমবার ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ যুবকের পরিবারের হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে পুলিশ ৩০৪এ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।