সন্দেশখালির ঘটনা গোটা দেশের জন্য চিন্তার : দিলীপ ঘোষ

খড়গপুর, ৭ জানুয়ারি (হি.স.): সন্দেশখালির ঘটনা গোটা দেশের জন্য চিন্তার। উদ্বেগ প্রকাশ করে বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রের সময় সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, “বাংলার অবস্থা ভীষণ খারাপ। রাজ্যের মানুষ এই সরকারকে ভোট দিয়েছে। এই সরকার যা করছে, তার জন্য মানুষ শাস্তি দেবে। কেন্দ্রীয় সরকার পরামর্শ দেওয়ার কাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সাহায্যের প্রস্তাব করছে…আমরা দেখতে পাচ্ছি, বাংলা এবং বাংলাদেশের সীমান্তে পরিস্থিতি দেশের নিরাপত্তার জন্য ভালো নয়।”

প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডি-র আধিকারিকদের ওপর হামলার নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “তিনি এমনভাবে কথা বলছেন যেন এমন ঘটনা এই প্রথম ঘটছে। সন্দেশখালির ঘটনা দেশের জন্য চিন্তার। দেশের সীমানা নিরাপদ না থাকলে, সেখানে অসামাজিক গোষ্ঠী শাসন করে এবং সেখানে আইনশৃঙ্খলা না থাকলে তা উদ্বেগের বিষয়। রাজ্যে তাদের সরকার, তাদেরই ব্যবস্থা নিতে হবে। তাদের নিজেদের নেতারাই এটা করছে।”

এদিকে, ব্রিগেডে বামেদের সমাবেশ প্রসঙ্গে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, বামেদের ব্রিগেড সমাবেশ বিধানসভার আগে করেছিলেন বামপন্থীরা। ব্রিগেড মাঠ ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেনি। তৃণমূল তো ব্রিগেড করেইনি। বিজেপি করেছিল। ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা। গতবারে আইএসএফ- কংগ্রেসকে সঙ্গে নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *