ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। পুরো ওভার খেলা তো দূরে থাক, ২২ গজে নামা উঠাতেই কাত হয়ে গেল শতদল সংঘ। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে ক্রিকেট অনুরাগীর কাছে আটকে গেল শতদল সংঘ। ম্যাচে এডি নগর শিবির ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো শতদল সংঘকে। প্রথমে ব্যাট করে শতদল সংঘ ২৬.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে মাত্র ৪৭ রান। ব্যাটে জোড়া অংকের রান বলতে একমাত্র বিবেক দেবনাথের ১২। এছাড়া আর একজন ব্যাটসম্যান ও ভরসা যোগাতে পারেনি। বলে ক্রিকেট অনুরাগীর পক্ষে কিষান সরকার একাই ৫ টি উইকেট ভেঙে দেয় বিপক্ষের। এছাড়া দীপ সাহা দুটি এবং একটি করে উইকেট নেয় তুহিন দেবনাথ, বিপ্রদীপ রুদ্র পাল, দিবযোতি ধররা। পাল্টা খেলতে নেমে ক্রিকেট অনুরাগী শিবির ৯.৪ ওভারে মাত্র এক উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে বিপ্রদীপ রুদ্র পাল ২০, স্নেহাল দত্ত ১২, সুশোভন চক্রবর্তী অপরাজিত ৮ রান করে। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো ক্রিকেট অনুরাগী শিবির।
2024-01-07