হোজাই (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : হোজাইয়ে পুলিশের জালে পড়েছে ছয় জুয়াড়ি। ধৃত ছয় জুয়াড়িকে যথাক্ৰমে কামাল উদ্দিন (৩৮), কৃষ্ণ দাস (৩২), সুমন রায় (৪০), ফুলেন দাস (৪৮), সৌরভ রায় (৩০) এবং নুর ইসলাম (৭৫) বলে পরিচয় উদ্ধার হয়েছে।
আজ রবিবার হোজাই জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় পুরাণ বজারে গড়ে ওঠা জুয়ার ঠেকে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে আপত্তিজনক সামগ্রী সহ ছয় জুয়াড়িকে তুলে থানায় নিয়ে আসা হয়। এরা হোজাই শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিগত বেশ কিছুদিন থেকে নিষিদ্ধ এন্ডিং, তিরের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
হোজাইয়ের টাউন দারোগা সাব-ইনস্পেক্টর চিন্ময় বরার নেতৃত্বে চলেছিল ওই অভিযান। অভিযানে পাঁচটি মোবাইল ফোনের হ্যান্ড সেট সহ নগদ ৫,৫১০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছে পুলিশের সূ্ত্রটি।