আগরতলা, ৬ জানুয়ারি : রাজ্যের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা সমাজ সেবামূলক কাজেও নিজেদের প্রতিনিয়তই নিয়োজিত করছেন। আজ বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বর মঠ চৌমুহনী বাজারে আয়োজিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩তম মহোৎসব একথা বলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন বড়জলা স্থিত আপনঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ কর হয়েছে। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা শুধুমাত্র পেশাদার ব্যবসায়ী হিসেবেই রোজগার করে যাচ্ছেন না। তাঁরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও নিজেদের প্রতিনিয়তই নিয়োজিত করছেন।

