কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালির ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ।
শুক্রবার তিনি এক ভিডিওবার্তায় বলেন, বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা আজ মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে লোকেরা এখানে সোনা, মাদকদ্রব্য নিয়ে আসছে। এখান থেকে পাচার করছে গরু, অন্যান্য জিনিস। বিরাট একটা টাকার লেনদেন হচ্ছে। সরকারি টাকা লুঠ হয়ে যাচ্ছে।
এসব যাতে চলতে পারে টিএমসি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না। বিভিন্ন জিনিস পাচার হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের টাকা লুট হয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষিত হলে দেশ সুরক্ষিত হবে। যে কথা আমরা বার বার বলেছি আজ পরিস্কার হয়ে গেল যে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষিত নয়। যারা এসব বেআইনি কাজ করে তৃণমূলকে অর্থ যোগাচ্ছে, মমতা ব্যানার্জির সরকার বারবার তাদের বাঁচানোর চেষ্টা করছে। তাঁর কাছের অফিসারদের বাঁচাতে তিনি ধর্ণা দেন।
সিবিআই কমপ্লেক্সে তাঁর নেতাদের নিয়ে গেলে দলের ছেলেরা এলাকা ঘিরে রাখে।
সত্য উদ্ঘাটনের কাজে, দোষীদের শাস্তি দেওয়ার কাজে বারবার বাধা দেওয়া হচ্ছে। তার প্রকৃষ্ঠ উদাহরণ আজ আমরা দেখলাম। রক্তাক্ত ঘটনার মাধ্যমে সেটা লোকের চোখে এসেছে।”