নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি :এক যুবককে মারধোর করে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক রিহাব সেন্টারের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় জিবিপি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃত যুবকের নাম আকাশ দেব(১৯)।
ঘটনার বিবরণে প্রকাশ, আকাশ দেব প্রায়শই নেশায় আচ্ছন্ন থেকে বাড়ি ঘরে ঝামেলা করত। আকাশকে সুস্থ করে তুলতে গত চার মাস আগে খয়েরপুরস্থিত রুদ্রাক্ষস ফাউন্ডেশন নামে এক রিহাব সেন্টারে পাঠানো হয়েছিল আকাশকে। দীর্ঘ চার মাশ ধরে প্রতি মাসে ৬ হাজার টাকা করে দিয়ে গেছে আকাশের পরিবারের সদস্যরা। কিন্তু সেই রিহাব সেন্টারের মালিক বিপ্লব রায় এবং রিহাব সেন্টারের অন্যান্য সদস্যরা প্রায়শই আকাশকে মারধোর করত বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তাঁকে প্রায়শই লোহার রড, ব্যাল্ট, কাঠের টুকরো দিয়ে মারধোর করা হত বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
এদিকে গত পাঁচদিন আগে হঠাৎ রিহাব সেন্টারেই রক্ত বমি করে আকাশ। তারা তাকে জিবিপি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কিন্তু পরবর্তীতে হাসপাতাল থেকে জোরপূর্বক আবার তাকে রিহাব সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে রিহাবের সদস্যরা। কিন্তু পরিবারের সদস্যরা আকাশকে পুনরায় রিহাবে না পাঠিয়ে বাড়িতে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে বৃহস্পতিবার রাতে পুনরায় হাসপাতালে ভর্তি করেছেন হাসপাতালের সদস্যরা। কিন্তু আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আকাশ। তার মৃত্যুর জন্য রুদ্রাক্ষস ফাউন্ডেশনকেই দায়ী করেছেন তার পরিবারের সদস্যরা। এই ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

