ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। প্রথমবারের মতো দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সঞ্জয় ধন ভৌমিক। এছাড়া, রানার্স হয়েছে বিপ্রজিত দেবনাথ। তৃতীয় স্থান পেয়েছে ব্রজধন সিনহা। লায়ন্স ক্লাব আগরতলার উদ্যোগে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ব্যবস্থাপনায় এবং অল ইন্ডিয়া ব্লাইন্ড
চেস ফেডারেশনের সহযোগিতায় দুই দিনব্যাপী দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা আজ শুক্রবার শেষ হলে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দাবারুদের প্রশংসাপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়।