পুলিশের জালে গরু চোর

আগরতলা, ৪ জানুয়ারি: আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় দুই গৃহস্থের বাড়ি থেকে নয়টি গরু চুরির ঘটনার সাথে জড়িত এক অভিযুক্তকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে।

জানা গিয়েছে, গত কিছুদিন আগে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় বাসিন্দা অভিজিৎ বাউলের বাড়ি থেকে রাতের অন্ধকারে চোরের দল হানা দিয়ে ৯টি গবাদি পশু নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে গরুর মালিকরা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। পুলিশি তদন্তে মেলাঘর থানার পুলিশের সহযোগিতায় বুধবার রাতে কুখ্যাত গরু চোরকে গ্রেপ্তার করে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম মিজান মিয়া। পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে গরু চুরির ঘটনাটি।