মা সারদার ১৭১ তম জন্মতিথি উৎসব উদযাপন

আগরতলা, ৩ জানুয়ারি : আজ রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রী শ্রী মা সারদার ১৭১ তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে। রামকৃষ্ণ মিশন বিবেকনগর ক্যাম্পাস, রামকৃষ্ণ মিশন গাঙ্গাইল রোড, রামকৃষ্ণ মঠ ও মিশন ধলেশ্বর প্রভৃতি জায়গায় আজ সকাল থেকেই মঙ্গলারতি, অনুধ্যান,বৈদিক জপ, চণ্ডীপাঠ,ভক্তিমূলক গান, ভোগরাতি ও পুষ্পাঞ্জলির পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।

তিথি অনুসারে ১৭ পৌষ বুধবার ৩ জানুয়ারি শ্রী শ্রী মা সারদার ১৭১ তম জন্মতিথি। কৃষ্ণা সপ্তমী তিথিতে মায়ের জন্ম হয়েছিল। এই পুণ্য তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদাদেবী৷

এই উপলক্ষ্যে ধলেশ্বর রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন জায়গায় আজ পালন করা হচ্ছে। সর্বত্রই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন বিবেকনগর ক্যাম্পাস, রামকৃষ্ণ মিশন গাঙ্গাইল রোড, রামকৃষ্ণ মঠ ও মিশন ধলেশ্বর প্রভৃতি জায়গায় আজ সকাল থেকেই মঙ্গলারতি, অনুধ্যান,বৈদিক জপ, চণ্ডীপাঠ,ভক্তিমূলক গান, ভোগরাতি ও পুষ্পাঞ্জলির পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *