লখনউ, ৩১ডিসেম্বর(হি.স.) : বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ের কুষ্ঠ আশ্রমে যান। এদিন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নানা জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছিলেন। রবিবার উভয় নেতা কুষ্ঠরোগীদের আশ্রম পরিদর্শন করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
নাড্ডা এবং যোগী প্রথমে মন্দিরে প্রার্থনা করেন। তারপর কুষ্ঠ রোগী এবং অন্যান্য দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন। সেই সঙ্গে স্থানীয় শিশুদের সঙ্গে আলাপ করে জিজ্ঞেস করেন – তোমরা কি পড়তে যাও? এরপর ওই শিশুদের মাঝে চকলেট ও টফিও বিতরণ করা হয়। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী কুষ্ঠরোগীরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না সে সম্পর্কে জানতে চান। তারপর তাদের সঙ্গে ছবিও তোলেন। তাঁদের দুজনের উপস্থিতিতে এদিন কুষ্ঠরোগীরা ভজন ও কীর্তনও উপস্থাপন করে। এই ভোজনের মাধ্যমে ভগবান শ্রী রামের মহিমা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, বিজেপি রাজ্য সভাপতি চৌধুরী ভূপেন্দ্র সিং, রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না, বিধান পরিষদের সদস্য মহসিন রাজা, মহেন্দ্র সিং প্রমুখ।