নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩১ ডিসেম্বর : রবিবার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত বেতছড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির এক প্রকাশ্য জনসভা। এদিনের জনসভায় বিধায়কের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলের পতাকা তলে সামিল হয়েছেন বেশ কয়েকজন ভোটার ।
এদিন জনসভার মধ্য দিয়ে বিজেপি দলে যোগ দেন ১২৫ জনভোটার যোগ দিয়েছেন। পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে বিগত দিনের কংগ্রেস এবং সিপিআইএমের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মীরা এদিন বিজেপি দলে যুক্ত হয়েছেন ৷
৫০০ এর অধিক কর্মী সমর্থকের উপস্থিতিতে এই জনসভায় প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস আলোচনা রাখতে গিয়ে দেশের সার্বিক উন্নয়ন এবং সংগঠনের উন্নয়ন সম্পর্কে আলোচনা করেছেন। বিরোধীদলের কর্মীদের তিনি এদিন আহ্বান করেন বিভিন্ন দল ছেড়ে তারা যেন বিজেপি দলে যোগদান করেন।