বিজেপির মিথ্যাই সবচেয়ে শক্তিশালী : খাড়গে


নয়াদিল্লি, ৩১ডিসেম্বর(হি.স.) : বিজেপির মিথ্যাই সবচেয়ে শক্তিশালী, রবিবার এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করেছেন তিনি।

তাঁর অভিযোগ যে “বিজেপির মিথ্যাগুলি সবচেয়ে শক্তিশালী”। তিনি এদিন সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, “নরেন্দ্র মোদী জি, আজ ২০২৩ সালের শেষ দিন। আপনি বলেছিলেন যে ২০২৩ পর্যন্ত প্রত্যেক কৃষকের আয় দ্বিগুণ হবে। প্রতিটি ভারতীয়র একটি বাড়ি এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে। অর্থনীতি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পরিণত হবে। এসব কিছুই ঘটেনি| কিন্তু প্রত্যেক ভারতীয় জানে যে বিজেপির মিথ্যা সবচেয়ে শক্তিশালী!”
খাড়গে কংগ্রেসের পক্ষ থেকে অর্থনীতি পরিচালনা এবং কৃষকদের বিষয়ে তাঁর নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন। তিনি ছাড়াও রবিবার জয়রাম রমেশও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *