লখনউতে যোগী আদিত্যনাথের সঙ্গে ‘মন কি বাত’ শুনলেন নাড্ডা


লখনউ, ৩১ডিসেম্বর(হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার লখনউ শহরে একসঙ্গে ‘মন কি বাত’ -এর অনুষ্ঠান শোনেন।

রবিবার লখনউয়ের ট্রান্সপোর্ট নগরের একটি হোটেলে উভয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত”-এর ১০৮-তম পর্ব শোনেন। সেসময় যোগী আদিত্যনাথের সঙ্গে উপস্থিত ছিলেন, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপি সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী, রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন ধর্মপাল সিং, অন্যান্য রাজ্যের আধিকারিক, বিধায়ক এবং দলের কর্মীরা। রবিবার নাড্ডা বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য নেতারা।