অযোধ্যায় রোড-শো প্রধানমন্ত্রীর, রামনগরীতে মোদীকে উষ্ণ অভ্যর্থনা

অযোধ্যা, ৩০ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় বিরাট রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনগরীতে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিপুল সংখ্যক মানুষ। শনিবার সকালে অযোধ্যা পৌঁছন প্রধানমন্ত্রী মোদী, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এরপর অযোধ্যায় রোড-শো করেন প্রধানমন্ত্রী। মোদীকে একঝলক দেখার জন্য সকাল থেকেই রাস্তার দুই ধারে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। রোড-শো চলাকালীন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রোড-শো চালাকালীন গাড়ির বাইরে বেরিয়ে উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। কড়া ব্যবস্থাও ছিল বেশ কড়াকড়ি।