গুয়াহাটি, ৩০ জানুয়ারি (হি.স.) : গত ১০ জানুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত ভারত বনাম শ্রীলঙ্কা একদিবসীয় হাইভল্ডেজ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানে বিজয়ী ভারত। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে রোহিত শর্মাবাহিনী। ৮৭ বলে ১১৩ রান করেন কোহলি।
গুয়াহাটি, ১০ জানুয়ারি (হি.স.) : অসমের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নয়টি জেলা যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ, দক্ষিণ শালমারা-মানকাচর, ধুবড়ি, কোকরাঝাড়, চিরাং, বাকসা, ওদালগুড়ি এবং তামুলপুরে ৭২৫ জন খেলোয়াড়দের নিয়ে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে শুরু ত্রিদিবসীয় সীমান্ত ক্ৰীড়া মহোৎসব-২৩।
গুয়াহাটি, ২৬ মার্চ (হি.স.) : মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বৰ্ণপদক ছিনিয়ে এনেছেন অসম-কন্যা লাভলিনা বড়গোহাঁই। তিনি মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৫ কেজি ফাইনালে স্বর্ণপদক লাভ করছেন। দুবারের কমনওয়েলথ গেমসে পদক বিজয়িনী অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে ৫-২ ব্যবধানে পরাজিত করেছেন লাভলিনা।
গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : ৫ এবং ৮ এপ্রিল গুয়াহাটিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্ৰিমিয়ার লিগ (আইপিএল)।
গুয়াহাটি, ৭ এপ্রিল (হি.স.) : গুযাহাটির কইনাধরা পাহাড়ে অবস্থিত রাজ্য অতিথিশালায় রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুর হাত দিয়ে শুভারম্ভ ‘মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান-২০২৩’। এদিনের শুভারম্ভ অনুষ্ঠানে অভিযানের দলপতি মানস বরুয়ার হাতে জাতীয় পতাকা, আইচ এক্স ব্যাটন এবং অভিযানের পতাকা তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী৷
কোকরাঝাড় (অসম), ৫ আগস্ট (হি.স.) : কোকরাঝাড়ে ১৩২-তম ডুরান্ড কাপের উদ্বোধন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিঙের।
গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়ান গেমসের জন্য ভারতীয় মহিলা ফুটবল দলে স্থান লাভ আসাম রাইফেলস-এর রাইফেলম্যান মণিপুর-কন্যা রঞ্জনা চানু।
গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির বৰ্ষাপাড়ায় এসিএ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম ওয়াৰ্ম-আপ ম্যাচ শ্ৰীলঙ্কা ক্ৰিকেট দলের।
হ্যাংজউ (চিন), ৩ অক্টোবর (হি.স.) : এশিয়ান গেমসে মহিলা বক্সিঙের ৭৫ কিলোগ্ৰাম শাখার ফাইনালে প্রবেশ করলেন অসম-কন্যা লাভনিনা বড়গোহাঁই।
হ্যাংজউ (চিন), ৪ অক্টোবর (হি.স.) : চিনের হ্যাংজউয়ে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বক্সিঙের ফাইনালে রৌপ্যপদক অর্জন অসম-কন্যা লাভনিনা বড়গোহাঁইয়ের।
গুয়াহাটি, ২৬ অক্টোবর (হি.স.) : ৩৭-তম জাতীয় গেমসে মহিলা ৫৯ কিলোগ্রাম ইভেন্টের ভারোত্তোলনে সোনা জিতেছেন অসমের পপি হাজরিকা।
(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

