বিলাসপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তাঁর মতে, কংগ্রেস যখনই ব্যর্থ হয়, তখনই জাতিগত জনগণনা নিয়ে কথা বলে। শুক্রবার হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঝন্ডুতা নির্বাচনী এলাকায় বিকশিত ভারত সংকল্প যাত্রায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যখনই কংগ্রেস ব্যর্থ হয়, তখই তাঁরা জাতিগত জনগণনা নিয়ে কথা বলে…কংগ্রেস কখনই উন্নয়নের কথা বলে না, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে, বিজেপি অনেক কাজ করেছে…যেখানেই আপনি বেশি কাজ করবেন সেখানেই ভোট পাবেন…আইএনডিআই জোটে, তারা (কংগ্রেস) আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, তাদের বেশিরভাগ নেতা দুর্নীতির দায়ে জেলে অথবা জামিনে আছে, তারা কীভাবে কাউকে বিচার দেবে?”

