পাটনা, ২৯ ডিসেম্বর (হি.স.) : বিহারে আচমকাই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। শুক্রবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চোখে পড়ছে। গত কয়েকদিন ধরে বিহারের আবহাওয়ায় প্রচুর ওঠানামা চোখে পড়ছে।
শুক্রবার হঠাৎ করেই আবহাওয়া পাল্টে গেছে। এদিন সকাল থেকেই সর্বত্র কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ২৫ ডিসেম্বর বিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মাত্র ৩ দিনের মধ্যে এই তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় বছরের বাকি দিনগুলোতে ঠাণ্ডায় বিহারের মানুষের কাঁপার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, খুব দ্রুতই বিহার রাজ্যের আবহাওয়া বদলাতে চলেছে। বিহারে তাপমাত্রা কমতে পারে যারফলে প্রবল ঠান্ডার সঙ্গে সঙ্গে কুয়াশারও দেখা মিলতে চলেছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার আংশিক ওঠানামা থাকবে। আবহাওয়া দফতর ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে বিহারের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

