ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। এবারই রাজ্যে প্রথম। দৃষ্টিহীনদের প্রাইজমানি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে। এবং ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সহযোগিতায়। দুদিনব্যাপী আসর শুরু হবে ৪ জানুয়ারি। লায়ন্স ক্লাবের অফিসবাড়িতে। এর উদ্বোধন করবেন আমতলি রামকৃষ্ণ মঠের স্বামী শুভকারানন্দজী মহারাজ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার এবং মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য। শুক্রবার সংস্থার অফিসবাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান সভাপতি মিঠু দেবনাথ। প্রথমবর্ষ ওই আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত ৩০ জন দাবাড়ু আসরে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। আসরের সেরা দাবাড়ু সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে ৩ হাজার টাকা। প্রথম ১০ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছড়া আসরে অংশ নেওয়া সকল দাবাড়ুদের সংশাপত্র এবং মেডেল দেওয়া হবে। শুধু প্রাইজমানি নয়, আসর চলাকালিন দাবাড়ুদের থাকা খাওয়ারও ব্যবস্থা করেছে ওই সংস্থা। লক্ষ্য একটাই, দৃষ্টিহীন দাবাড়ুদের উৎসাহিত করার পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব তৈরী করা। আসর পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। লায়ন্স ক্লাবের ওই উদ্যোগের ভূয়শি প্রশংসা করেন ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সচিব সহদেব সাহা এবং চেয়ারম্যান শঙ্কর মজুমদার। দুজনই মনে করছেন, দৃষ্টিহীন দাবাড়ুদের এগিয়ে নিয়ে যেতে লায়ন্স ক্লাব মহতি উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মলনে এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সচিব বিপ্লব সোম, কোষাধ্যক্ষ কনক শীল, নির্মল শীল, প্রণব সরকার এবং কিশোর মজুমদার।