আজ প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের মরদেহ এসেছে

আগরতলা, ২৮ ডিসেম্বর: আজ দুপুরে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের মরদেহ আগরতলা নিয়ে আসা হয়েছে। তাঁকে এমবিবি বিমান বন্দর থেকে প্রথমে নেওয়া হবে বিধানসভা ভবনে। তারপর মহাকরণে, এরপর বিজেপি পার্টি অফিস থেকে তাঁর বাসভবনে নেওয়া হবে। পরে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে মরদেহ নিয়ে শোক মিছিল বের হবে।

এদিন বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।তিনি বলেন, তাঁর প্রয়াণে ত্রিপুরাবাসী সহ রাজনৈতিক মহলের অপূরনীয় ক্ষতি হয়েছে। তাঁর এই কর্মময় জীবন ও অবদান ভারতীয় জনতা পার্টি চিরকাল মনে রাখবে।

এদিন তিনি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই কঠিন সময়ে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।