চাম্পামুড়া- ১৮৬/৫
প্রগতি- ১৬৯/৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। দুরন্ত লড়াই। তাতেও শেষ রক্ষা হলো না প্রগতি প্লে সেন্টারের। ছিটকে গেলো সদরের সেরা হওয়ার দৌড় থেকে। সুপার ফোরে টানা ২ ম্যাচে জয় পেয়ে খেতাবের দোরগোড়ায় চাম্পামুড়া কোচিং সেন্টার। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেট আসরে। ড: বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত সুপারের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে চাম্পামুড়া সি সি ১৭ রানে পরাজিত করে প্রগতি প্লে সেন্টারকে। চাম্পামুড়ার গড়া ১৮৬ রানের জবাবে প্রগতি ১৬৯ রান করতে সক্ষম হয়। প্রগতির ওপেনার শ্রেষ্ঠাংশু দেব যতক্ষণ উইকেটে ছিলো ততক্ষণই জয়ের সম্ভাবনা ছিলো। শ্রেষ্ঠাংশু আউট হতেই আর কাঙ্খিত লক্ষ্যে পৌছা সম্ভব হয়নি। এদিকে চাম্পামুড়ার পক্ষে দলনায়ক অয়ন দেবনাথ এবং মনিষ ঘোষ অর্ধশতরান করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয়। ওই দুজনের দাপটেই চাম্পামুড়া নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। অথচ দিনের শুরুতে চাম্পামুড়াকে চেপে ধরেছিলো প্রগতি। একসময় ৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাম্পামুড়া ছিলো খাদের কিনারায়। ওই অবস্থায় মনিষ এবং অয়ন দলকে টেনে তোলার সব দাযিত্ব নিজেদের কঁাধে তুলে নেয়।চতুর্থ উইকেটে দুজন ১০২ রান যোগ করে দলকে লড়াই করার জায়গায় নিয়ে যায়। অয়ন ৭১ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া মনিষ ৬১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে। প্রগতির পক্ষে ঋদ্ধিমান কর ৩১ রান দিয়ে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রগতির শুরুটা ভাল করেছিলো দুই ওপেনার শ্রেষ্ঠাংশু এবং যশ। ওপেনিং জুটিতে দুজন যোগ করেছিলো ৮৩ রান। এরপরই কিছুটা ধীর গতিতে খেলতে থাকে প্রগতির ব্যাটসম্যান-রা। এখানেই পিছিয়ে পড়ে নয়নমনি দেববর্মার দল। তার উপর দুরন্ত ফর্মে থাকা শ্রেষ্ঠাংশু দলীয় ১৪৫ রানের মাথায আউট হতেই প্রগতির জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়ে। প্রগতি শেষ পর্যন্ত নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে।দলের পক্ষে শ্রষ্ঠাংশু ৯৯ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬২, যশ ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং রাহুল মিঁয়া ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে। চাম্পামুড়ার পক্ষে অয়ন দেবনাথ ৪২ রানে ৩ টি উইকেট দখল করে।