নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ ডিসেম্বর : লোকসভা নির্বাচন সমাগত প্রায়। নির্বাচন দপ্তর ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতির প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে। ভোট দান সম্পর্কে ভোটারদের সচেতন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে নির্বাচন দপ্তর।
ইলেকশন কমিশনারের নির্দেশ অনুযায়ী ইভিএম নিয়ে মানুষকে সচেতন করতে ধর্মনগর শহরের বিভিন্ন জায়গায় চলছে ছোট ছোট শিবির। শিবিরের এক কর্মী নিত্যানন্দ সরকার জানান গত ১৫ দিন যাবত শহরের বিভিন্ন জায়গায় একের পর এক ছোট ছোট শিবির করে চলেছেন মানুষকে সচেতন করার জন্য।
তার আগে বিভিন্ন গ্রামেগঞ্জে এবং প্রত্যন্ত এলাকার এই ধরনের শিবিরের কাজ সম্পন্ন করেছেন। যারা নতুন ভোটার অর্থাৎ ১৮ বছর সদ্য অতিক্রম করেছে তাদেরকে কেমন করে ভোট দিতে হবে এবং এমন কিছু বয়স্ক ভোটার রয়েছেন যারা ভালো করে দেখতে পান না এবং যাদের ইভিএম সম্পর্কে সঠিক ধারণা নেই তাদেরকে সচেতন করে তোলাই হচ্ছে নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের কাজ। বেশি সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই শিবির বলে জানিয়েছেন
নেতৃত্বরা।