ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ডের  চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা আজ সমাপ্ত 

আগরতলা, ২৭ ডিসেম্বর: সাড়া জাগিয়ে ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ডের  চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা আজ শেষ হল।  যদিও আবহাওয়ার বিরূপতা সত্ত্বেও এবছর শেষ মুহূর্তে  ফুলচাষীরা যথেষ্ট পরিমাণে অংশ নিয়েছিলেন।  সবচেয়ে আকর্ষণীয় ছিল দর্শকদের বিপুল পরিমাণ উপস্থিতি।  পথচলতি প্রচুর সংখ্যক দর্শক  অবাক বিস্ময়ে ফুলের এই সমারোহ দেখেছেন।  

এবার প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ৭ টি,  দ্বিতীয় পুরস্কার ৯টি,  তৃতীয় পুরস্কার ৮টি এবং সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে ৮টি।  প্রথম পুরস্কারের মূল্য ৭০০ টাকা,  দ্বিতীয় পুরস্কারের মুল্য ৫০০ টাকা,  তৃতীয় ৩০০ টাকা এবং সান্ত্বনা পুরস্কার ১০০ টাকা।  

গিল্ডের পক্ষ থেকে সকল ফুলচাষী,  পুষ্পপ্রেমী এবং দর্শকদের সহযোগিতা ও সহৃদয় উপস্থিতির জন্য অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *