ভারতীয় সেনাবাহিনী সাধারণ নয় দেশের রক্ষক, আপনাদের দায়িত্ব মানুষের মন জয় করা : রাজনাথ সিং

রাজৌরি, ২৭ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় সেনাবাহিনী কোনও সাধারণ সেনাবাহিনী নয়, তাঁরা দেশের রক্ষক, আপনাদের দায়িত্ব মানুষের মন জয় করা, বুধবার সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশে এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় যান। জম্মু কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সেখানকার পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সেখানে গিয়ে তিনি বলেন, নিহত সেনাদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি সেনা কর্মীরাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজনাথ সিং আরও জানান, আমি আহত সেনা কর্মীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করব। তিনি বলেন, শহীদ হওয়া আমাদের চারজন সেনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সকলের প্রতি এই দেশের কৃতজ্ঞতা রয়েছে। যদিও মাতৃভূমির সেবায় আপনাদের ত্যাগ কখনই শোধ করা যাবে না, আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি যে এই সরকার সর্বদা আপনার পাশে দাঁড়িয়েছে এবং আমরা সর্বদা আপনাদের কল্যাণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *