নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ অসহায় স্ত্রী

শান্তিরবাজার, ২৭ ডিসেম্বর: গত ২৪ নভেম্বর মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু পরর্বতীতে বাড়ি ফিরেননি। অবশেষে নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ হলেন অসহায় স্ত্রী। 

ঘটনার বিবরনে জানা গিয়েছে, শান্তির বাজার থানার অধীনে নর্থ তাকমাছড়া এডিসি ভিলেজের করইচন্দ্র পাড়ার বাসিন্দা শ্রীদেবী দের্বমার ( ২৬ ) স্বামী সুরজিৎ দের্বমা গত ২৪ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় রাস মেলায় যাবার নাম করে বাড়ী থেকে বেরিয়েছিলেন।  পরবর্তী সময় সুরজিৎ দের্বমা ঘরে ফিরেননি।  

সুরজিৎ দের্বমার সহধর্মীনি তাঁর স্বামীকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরও খোঁজ না পেয়ে অবশেষে বুধবার মনপাথর ফাঁড়ী থানায় এক লিখিত মামলা দায়ের করেন। 

জানা গিয়েছে, শ্রীদেবী দের্বমার তিনটি শিশু সন্তান রয়েছে। যার মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। ছোট মেয়ের বয়স তিন বছর ।  তিনটি শিশু সন্তানকে ঘরেরে খে এইভাবে স্বামীর নিখোঁজে হতাশাগ্রস্থ স্ত্রী। ধারনা করা হচ্ছে পরকীয়ার জেরে সুরজিৎ দের্বমা ঘর ছেড়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *