আগরতলা, ২৭ ডিসেম্বর: জলের পাম্পের মধ্য থেকে কপারের তার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল নেশাগ্রস্ত এক চোর। ধৃত চোরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা।
স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, জিবি বাজার এলাকার পাম্প হাউজে থাকা জলের পাম্প মেশিনটি সম্প্রতি বিকল হয়ে যায়।তারপর দপ্তর থেকে পাম্পটি সারাই করার জন্য খুলে নেওয়া হয়। বুধবার দপ্তরের কর্মীরা নতুন পাম্প মেশিন নিয়ে আসে লাগানোর জন্য। কিন্তু পাম্প হাউসে এসে দেখতে পায় কপারের তার গুলি কাটা। পরে তারা দেখতে পায় পাম্প হাউসের অভ্যন্তরে এক যুবক বসে রয়েছে কপারের তার গুলিকে সাথে নিয়ে। তখন স্থানীয়দের সহযোগিতায় ঐ যুবককে আটক করা হয়। ধৃত যুবককে উত্তম-মধ্যম দিয়ে পরবর্তী সময় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।