কুয়ো থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

আগরতলা,২৭ ডিসেম্বর: কুয়ো থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। লেফুঙ্গা থানার অন্তর্গত তেলেঙ্গা পাড়ায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম যুগল তেলেঙ্গা(৬০)। নেশার কারণেই শৌচালয়ের কুয়োতপ পড়ে গিয়ে বেরিয়ে আসতে না পারার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পরিবারের সদস্যদের।

বাড়ির লোকজন সহ স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত এই ব্যক্তি প্রায় প্রতিনিয়তই নেশার ঘোরে আসক্ত থাকতেন তিনি। হয়তো প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার জন্য শৌচালয়ে যাওয়ার পর নেশায় কারণে সেখানে পড়ে যান। তারপর আর বেরিয়ে আসতে পারেননি। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর শৌচালয়ের কুয়োতে এই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লেফুঙ্গা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনার  সুষ্ঠ তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন স্থানীয়রা।