নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ”বীর বাল দিবস” ভারতীয়তা রক্ষার জন্য যে কোনও স্তরে যাওয়ার প্রতীক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বীর বাল দিবস ভারতীয়তার সুরক্ষা এবং নিরাপত্তার জন্য যে কোনও কিছু করার সংকল্পের প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সাহসিকতার কোনও বয়স হয় না। মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বীর বাল দিবস-এর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। সাহেবজাদাদের বীরত্ব ও আত্মত্যাগের বীরত্বগাথা শোনেন মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এই বছর আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং গ্রীস ‘বীর বাল দিবস’ সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন করেছে, এখন যখন আমরা নিজেদের ঐতিহ্য নিয়ে গর্বিত, বিশ্ব আমাদের অন্যভাবে দেখতে শুরু করেছে…বর্তমান ভারতের নিজস্ব মানুষ, সম্ভাবনা এবং অনুপ্রেরণা মধ্যে আত্মবিশ্বাস রয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের এক সেকেন্ডের জন্যও অপচয় অথবা থামতে হবে না। গুরুরা আমাদের এই শিক্ষা দিয়েছেন…দেশের গৌরব ও গৌরবের জন্য আমাদের বাঁচতে হবে। দেশের উন্নতির জন্য আমাদের বাঁচতে হবে।” প্রধানমন্ত্রী এদিন জোর দিয়ে বলেছেন, “বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া মানে উন্নত স্বাস্থ্যসেবা, উন্নত শিক্ষা, আরও সুযোগ এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ! এর অর্থ জীবনের মান এবং পণ্যের মানও! ২০৪৭ সালের উন্নত ভারত কেমন হবে? সেই বড় ক্যানভাসে ভরতের এই ছবি আঁকতে আমাদের যুবসমাজকেই এগিয়ে নিয়ে যেতে হবে।” প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ”বীর বাল দিবস”-এর এই অনুষ্ঠান থেকে যুবকদের মার্চ-পাস্টের সূচনা করেন।

