ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। গোমতী জেলার উদয়পুর মহকুমায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জামজুরী মাঠে সেমিফাইনাল ম্যাচে জামজুরি কোচিং সেন্টার ও কেবিআই কোচিং সেন্টার পরস্পরের বিরুদ্ধে খেলবে। কেবিআই মাঠে অপর সেমিফাইনালে বিবেক সংঘ খেলবে কাকড়াবন কোচিং সেন্টারের বিরুদ্ধে। আগামী ৩১ ডিসেম্বর কেবিআই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
2023-12-26